ঘরের মাঠে নটিংহ্যামের কাছে হেরে গেল আমোরির ইউনাইটেড

ম্যানচেস্টার, ৮ ডিসেম্বর (হি.স.) : শনিবার রাতে ঘরের মাঠে নটিংহ্যামের কাছে হেরে গেল আমোরির ইউনাইটেড। ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই নিকোলা মিলেনকোভিচের গোলে এগিয়ে যায় নটিংহ্যাম। তবে কিছুক্ষণ পর অর্থাৎ ম্যাচের ১৮ মিনিটে হইলুন্দের গোলে সমতা আনে ইউনাইটেড। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে দুটি গোল করে ইউনাইটেডকে ২-১এ এগিয়ে দেয় নটিংহ্যাম। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে বক্সের বাইরে থেকে হেডে স্কোরলাইন ৩-১ করেন ক্রিস উড।

৬১তম মিনিটে ব্যবধান কমায় ইউনাইটেড। বক্সে বাইরে থেকে আমাদ দিয়ালো পাস দেন ব্রুনো ফার্নান্দেসকে। ওয়ান টাচে বল জালে পাঠান ইউনাইটেডের অধিনায়ক। তবে শেষ পর্যন্ত আক্রমণের পর আক্রমণ করেও সমতায় ফিরতে পারেনি ইউনাইটেড। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় আমোরির দল ইউনাইটেডকেl

১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে ইউনাইটেড। আর সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পাঁচে নটিংহ্যাম।