নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৮ ডিসেম্বর:
আবারো চুরির ঘটনা ঘটলো কুমারঘাটে। এবারে চোরে দল থাবা বসালো এক ঠিকাদারের বাড়িতে। প্রাপ্ত খবরে জানা যায় কুমারঘাট থানাধীন কুমারঘাট এস ই কমপ্লেক্সের পাশে শরৎ সরণী এলাকার বাসিন্দা দীপক দে, তিনি প্রতিদিনের মতো শনিবার রাতেও বাড়ির সামনে ওনার অফিস ঘরের পাশে একটি খোলা জায়গায় গাড়িটি রেখে বাড়ি যায়।
জানা গেছে টি আর ০২- ই – ১৯২৮ নম্বরের একটি চার চাকার একটি মালবাহী গাড়ি নিজের বাড়িতেই রেখেছিলেন। বাড়ির মালিক রবিবার ভোরবেলা উঠে দেখতে পায় তার গাড়িটি নেই। এই ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একের পর এক চুরি-কাণ্ডের ঘটনায় প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলছেন স্থানীয়রা।