ঢাকা, ৭ ডিসেম্বর : চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কারামুক্তি চেয়েছেন বাংলাদেশে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠিয়ে ওই আবেদন রেখেছেন তিনি।
প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে বাংলাদেশের কারাগারে বিচারাধীন হিসেবে বন্দী রয়েছেন। তাঁর জামিনের আবেদনের শুনানি ২ জানুয়ারি পিছিয়ে গেছে। এদিকে, গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছেন। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরই প্রতিবাদে চিন্ময় কৃষ্ণ দাস সভা করেছেন এবং এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বাংলাদেশে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে পাঠানো চিঠিতে লিখেছেন, সম্প্রতি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারামুক্তি প্রদান করলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমরা মনে করি। আশা করি, এবিষয়ে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন।