মনু ল্যান্ড কাস্টমস স্টেশনও পুনরায় চালু হোক আন্তর্জাতিক বাণিজ্য, রাজ্য সরকারের দ্রুত হস্তক্ষেপ চাইল এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার এসোসিয়েশন

আগরতলা, ৭ ডিসেম্বর : বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু আক্রান্তের ঘটনায় ত্রিপুরায় প্রতিবাদের জেরে কৈলাসহরে মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ রয়েছে। ত্রিপুরার আমদানি রপ্তানিকারকরা এখন কোনো উপায় না দেখে রাজ্য সরকারের সাহায্য চেয়েছেন। মুখ্যসচিবকে চিঠি লিখে তারা ওই সমস্যা কাটিয়ে উঠতে হস্তক্ষেপের আবেদন করেছেন তারা। এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার এসোসিয়েশনের দাবি, আখাউড়া স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য যেভাবে চালু রয়েছে, কৈলাসহরেও সেই ব্যবস্থা হোক।

বাংলাদেশে ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের তরফে গত ২৭ নভেম্বর ব্যারিকেড ফেলে কৈলাসহরস্থিত মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য স্তব্ধ করে দেওয়া হয়েছিল। ফলে, বাংলাদেশ থেকে পণ্য আমদানি ওইদিন থেকেই বন্ধ হয়ে রয়েছে। তাই এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার এসোসিয়েশন ত্রিপুরার মুখ্যসচিবকে চিঠি লিখে অতিসত্বর ওই অচলাবস্থা কাটাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

এসোসিয়েশনের বক্তব্য, ওই আন্তর্জাতিক বাণিজ্যের সাথে ১০০ পরিবারের জীবিকা নির্ভর করে। মনু ল্যান্ড কাস্টমস স্টেশনে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। ফলে, ওই পরিবারগুলি জীবিকা নির্বাহে দারুণ সমস্যা সম্মুখীন হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হওয়ার কারণেই ওই পরিবারগুলির অনাহারে দিন কাটাতে হচ্ছে।

ওই চিঠিতে এসোসিয়েশন দাবি করেছে, গত ২৭ নভেম্বর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হওয়ার কারণে ভারত সরকারের ২৫ লক্ষ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে কৈলাসহরস্থিত মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়েও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রাজ্যের ও দেশের অন্যান্য স্থলবন্দরের মতোই সুযোগ দেওয়ার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *