দুষ্কৃতি হামলায় জ্বালানি তেলবাহী পরিবহন শ্রমিক আক্রান্ত, অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ট্যাংকার চালকরা

আগরতলা, ৭ ডিসেম্বর : দুষ্কৃতি হামলায় জ্বালানি তেল পরিবাহী ৫ জন পরিবহন শ্রমিক আক্রান্ত হয়েছেন। এরই প্রতিবাদে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারের চালকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন। দুষ্কৃতিকারীরা বিচারের আওতায় না আসা পর্যন্ত এই কর্মবিরতি জারি থাকবে বলে ঘোষণা দিয়েছেন তাঁরা।

এবিষয়ে ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি অসীম দত্ত বলেন, গতকাল রাতে ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মদদপুষ্ট মাফিয়া বাহিনী ধর্মনগরের ইন্ডিয়ান অয়েল ট্যাংকারের পরিবহন শ্রমিকদের উপর আক্রমণ চালিয়েছে। তাতে ৫জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁর অভিযোগ, বিশ্ববন্ধু বাবুর প্রশ্রয়ে দুষ্কৃতিকারীরা পরিবহন শ্রমিকদের উপর হামলা চালিয়েছে। তাই সমস্ত শ্রমিকরা ওই অন্যায়ের বিরুদ্ধে সরব হবেন।

এদিন তিনি হুশিয়ারী দিয়ে বলেন, রাষ্ট্র মদতে কোনো শ্রমিকের উপর আক্রমণ করা যাবে না। তাহলে, আগামীদিনে সমস্ত শ্রমিকরা একত্রিত হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলনে নামবে। গতকাল রাতেই ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উদ্যোগে উত্তর জেলার এসপির কাছে পাঁচ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ওই হামলার প্রতিবাদে ওয়েল ট্যাঙ্কার পরিবহন চালকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন।এদিন তিনি আরও বলেন, খাদ্যদপ্তর থেকে কর্মবিরতী প্রত্যাহার করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ওই অনুরোধ তিনি ফিরিয়ে দিয়েছেন। তার কথা, যতক্ষণ না পর্যন্ত এবিষয়ে খাদ্যমন্ত্রী সাথে কথা হচ্ছে ততদিন চালকদের কর্মবিরতী চলবে।

গতকাল ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ত্রিপুরা প্রদেশ এক বিবৃতি জারি করে ধর্মনগরে অয়েল ট্যাংকারের নিরীহ পরিবহন শ্রমিকদের উপর ন্যাক্কারজনক আক্রমণের প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি, দুষ্কৃতিকারীদের বিচারের আওতায় না আসা পর্যন্ত সমস্ত রকম ওয়েল ট্যাংকার পরিবহন চালকরা তাঁদের কর্ম বিরতির ঘোষণা করেছেন। তাঁদের দাবি, যতদিন পর্যন্ত দুষ্কৃতিকারীরা বিচারের আওতায় না আসছে ততদিন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এবিষয়ে খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ বলেন, শ্রমিক আক্রমণের বিষয়টি তিনি অবগত আছেন। প্রশাসনের তরফ থেকে আইনী ব্যবস্থা নেওয়া হবে। মহকুমা শাসক সজল দেবনাথ বলেন, ওই ঘটনায় ট্যাংকার চালকরা কর্মবিরতীতে আছেন। ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জরিং পাইয়া বলেন, ওই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *