আগরতলা, ৭ ডিসেম্বর : শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবায় অনেকটা উন্নয়ন হলেও, পরিকাঠামোর দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে এই হাসপাতাল। প্রায় প্রতিনিয়ত রোগীদেরকে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে চিকিৎসা করাতে হচ্ছে।
স্থানীয়দের থেকে জানা গেছে, বর্তমান সময়ে জেলা হাসপাতালের দ্বিতল ভবনের শৌচালয় থেকে শুরু করে বিভিন্ন কাজের ব্যবহার করার পর ওই পরিত্যাক্ত জল নিচের তলায় এসে পড়ছে। ফলে চিকিৎসা পরিষেবা নিতে এসে রোগী ও তাদের আত্মীয় পরিজনরা বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছে। জেলা হাসপাতালের চিকিৎসকরদের অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করছে।
এদিকে, বিগতদিনে হাসপাতালের উপরের তলার জল নিচে চুঁইয়ে পড়ার ফলে হাসপাতালের ছাঁদে ও বিভিন্ন জায়গায় মেরামরতে কাজ করানো হয়েছে। কিন্তু এতে শুধুমাত্র ঠিকেদারের পকেট ভারি হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। কিছু দিন যেতে না যেতেই আবারো এই সমস্যা দেখা দিয়েছে। এভাবে নিম্নমানের কাজের ফলে রোগী ও স্বাস্থ্য সেবা কর্মীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তাই বর্তমান সময়ে সকলে চাইছে শান্তির বাজার জেলা হাসপাতালের উন্নয়নে রাজ্য সরকার যেন সঠিক পদক্ষপ গ্রহন করে।