আগরতলা, ৬ ডিসেম্বর: ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে মেলার মাঠ অফিস প্রাঙ্গনে ডঃ বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্যরা।
এদিন সমিতির এক ব্যক্তি বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে মেলার মাঠ অফিস প্রাঙ্গণে ডঃ বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করা হয়েছে। এদিন তিনি বলেন, বর্তমানে দেশে সংবিধান আক্রান্ত হচ্ছে। দলিতরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
তাঁর কথায়, বর্তমান বিজেপি সরকার দলিত ও তপশিলি জাতিদের স্বার্থে কাজ করছে না। কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে তপশিলি জাতিদের আর্থ সামজিকভাবে উন্নয়ন করার যে পরিকল্পনা করেছিল তা এখন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এরই প্রতিবাদে জনগণকে সরব হতে হবে।

