ছাত্রছাত্রীদের বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে উৎসাহিত করতে বিজ্ঞান মেলার গুরুত্ব অপরিসীম: মেয়র

আগরতলা, ৬ ডিসেম্বর: ছাত্রছাত্রীদের বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে উৎসাহিত করতে বিজ্ঞান মেলার গুরুত্ব অপরিসীম। ছাত্রছাত্রীদের তৈরী করা বিভিন্ন মডেল ভবিষ্যতে দেশের প্রযুক্তিগত উন্নতিতে কাজে লাগতে পারে। ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনষ্ক চিন্তাকে সমৃদ্ধ করতে শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব নিতে হবে। আজ আগরতলার উমাকান্ত একাডেমি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী পশ্চিম জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করে আগরতলা পুর পরিষদের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার একথা বলেন। জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী উপলক্ষে বিজ্ঞান বিষয়ক এক সেমিনারেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেয়র বলেন, গোটা দেশ জুড়ে শিক্ষা পরিকাঠামো নতুন রূপ নিয়েছে। রাজ্যে শিক্ষাব্যবস্থার উন্নতি হয়েছে। উচ্চশিক্ষার জন্য রাজ্যের ছাত্রছাত্রীদের এখন বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারত তৈরী করার ক্ষেত্রে এই বিজ্ঞান ভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাপতি বলাই গোস্বামী বলেন, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য বিজ্ঞানকে কীভাবে কাজে লাগানো যাবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তা প্রস্ফুটিত হবে।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ৩৪নং ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর রূপম রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমাকান্ত একাডেমির প্রধান শিক্ষক রাজেশ দেববর্মা। জেলাস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর এবছরের মূল ভাবনা ‘সায়েন্স এন্ড টেকনোলজি ফর সাসটেনেবল ফিউচার’। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৩৮টি মডেল প্রদর্শিত হয়েছে। আগামীকাল এই মেলার সমাপ্তি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *