দূষণ কমছে দিল্লিতে, ঠান্ডায় কাঁপছে দিল্লি-সহ উত্তর ভারত

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ধীরে ধীরে কমছে তাপমাত্রার পারদ, একইসঙ্গে দূষণও তুলনামূলকভাবে অনেকটাই কমেছে। শুক্রবার সকালেও শীতের আমেজ গায়ে মেখেই ঘুম ভেঙেছে দিল্লীবাসীর। আর দূষণ কমায় স্বস্তির নিঃশ্বাসও ফেলছেন রাজধানীর বাসিন্দারা।

দূষণ অনেকটাই কমলেও, শুক্রবার সকালে রাজধানীর নানা অঞ্চল ধোঁয়াশার হালকা আস্তরণে ঢেকে ছিল। সঙ্গে ছিল হালকা কুয়াশা। দিল্লি-সহ সমগ্র উত্তর ভারতেই ধীরে ধীরে শীত বাড়ছে। শীতল হাওয়ায় ঠান্ডার পরশ উত্তর প্রদেশেও।

ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ ডিসেম্বর থেকে বেশ কিছু পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, এর ফলে ৮ ও ৯ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টি হতে পারে। ৭-৮ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ পঞ্জাব ও হরিয়ানার কিছু অংশে কুয়াশা থাকতে পারে। আপাতত তাপমাত্রা খুব বেশি নামবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *