কলকাতা, ৫ ডিসেম্বর(হি.স.) : ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-এর পূর্বাঞ্চল শাখা কলকাতা থেকে শুরু করছে এক বিশেষ পর্যটন ট্রেন পরিষেবা। “ভারত গৌরব বিশেষ পর্যটন ট্রেন – মহাকুম্ভ পূণ্য ক্ষেত্র যাত্রা” নামক এই যাত্রার সূচনা হবে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি। ৬ রাত এবং ৭ দিনের এই তীর্থ ও ঐতিহ্যবাহী ভ্রমণে থাকছে প্রয়াগরাজ, বারাণসী এবং অযোধ্যা ভ্রমণের ব্যবস্থা। বৃহস্পতিবার আইআরটিসি পক্ষ থেকে গ্রুপ জেনারেল ম্যানেজার মনোজ কুমার সিং এই তথ্য দিয়েছেন।
ট্রেনের যাত্রা শুরু হবে কলকাতা স্টেশন থেকে এবং বিভিন্ন স্টেশনে যাত্রীদের ওঠা-নামার সুযোগ থাকবে, যার মধ্যে রয়েছে কলকাতা, বর্ধমান, দুমকা, জসিডি, জামালপুর, কিউল, এবং পাটনা। যাত্রার প্যাকেজে স্লিপার ক্লাস এবং থ্রি-টায়ার এসি ক্লাসে আরামদায়ক যাত্রার ব্যবস্থা রয়েছে। ভ্রমণের সময় প্রয়াগরাজ ও বারাণসীতে ট্রিপল শেয়ারিং ভিত্তিতে তাঁবু এবং গেস্টহাউসে থাকা এবং তীর্থস্থানগুলির দর্শনের ব্যবস্থা থাকবে।
এই ট্রেনে মানসম্পন্ন নিরামিষ খাদ্য পরিবেশনের পাশাপাশি থাকবে প্রশিক্ষিত ট্যুর এসকর্ট, গৃহপরিচারক, নিরস্ত্র নিরাপত্তা কর্মী, নজরদারি ক্যামেরা, পিএ সিস্টেম এবং ভ্রমণ বিমা পরিষেবা। এই প্যাকেজের খরচ স্লিপার ক্লাসের জন্য মাথাপিছু ১৯,১০০ টাকা এবং থ্রি-টায়ার এসি ক্লাসের জন্য ২৫,১০০ টাকা নির্ধারিত হয়েছে।
আইআরসিটিসি জানিয়েছে, তারা আগামী জানুয়ারি মাস থেকে বিভিন্ন অভ্যন্তরীণ বিমান ও রেল ট্যুর প্যাকেজও চালু করবে। এই যাত্রার বিষয়ে আরও তথ্য এবং বুকিংয়ের জন্য ভিজিট করতে পারেন www.irctctourism.com বা যোগাযোগ করতে পারেন ৮৫৯৫৯০৪০৭৪/৮৫৯৫৯০৪০৭৫ নম্বরে।