বিলোনিয়া, ৫ ডিসেম্বর :- ঋষ্যমুখ ব্লক এলাকার হরিপুর দাসপাড়া সীমান্ত অধ্যুষিত গ্রাম সংলগ্ন এলাকায় কাঁটাতারের বেড়ার বদলে বসানো হয়েছে বাসের বেড়া। ভগ্ন কাঁটাতারের বেড়াকে কোনো ভাবে বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে। ফলে ওই এলাকা দিয়ে প্রায়শই অনায়াসে পাচার বাণিজ্য সংঘটিত করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসীরা।
এলাকাবাসীরা জানান, ওই সীমান্ত অঞ্চলে সীমান্ত প্রহরায় রয়েছে বিএসএফের ১০৯ নাম্বার ব্যাটেলিয়ন। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট প্রশাসনকে এই বিষয়ে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহন করছেন না বলে অভিযোগ এলাকাবাসীর। যার ফলে সংশ্লিষ্ট এলাকা দিয়ে অনায়াসে সংঘটিত হচ্ছে বিভিন্ন পাচারকার্য। সীমান্তরক্ষী বাহিনী সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তায় উপযুক্ত ব্যবস্থা গ্রহন করুক, দাবি এলাকাবাসীর।