আগরতলা, ৪ ডিসেম্বর : বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অবর্ণনীয় অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরের প্যারাডাইস চৌমুহনীতে গণ অবস্থান পালন করে বৈদিক ব্রাহ্মণ সমাজ।
বর্তমান বাংলাদেশে সংখ্যালঘু তথা হিন্দুদের উপর ক্রমাগত অবর্ণনীয় ঘৃণ্যতম অত্যাচার, হত্যালীলা, অগ্নিসংযোগ, মঠ-মন্দির ধ্বংস করা, হিন্দুদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করায় প্রতিবাদেবৈদিক ব্রাহ্মণ সমাজ বুধবার মেলার মাঠ থেকে একটি মিছিল করে প্যারাডাইস চৌমুহনীতে গন অবস্থান পালন করে।
তারা বাংলাদেশের প্রবাহমান ঘটনার বিরুদ্ধে তীব্র ধিক্কার ও নিন্দা জানায়। অবিলম্বে সেই ধ্বংসলীলা বন্ধ করার আহ্বান জানান। এ দাবি নিয়ে তারা পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের মাধ্যমে বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করেন।