মুম্বই, ৪ ডিসেম্বর (হি. স.) : দীর্ঘ খরা কাটিয়ে ডিসেম্বরের গোড়া থেকেই ফের চাঙ্গা শেয়ার বাজার। বুধবার প্রায় ৮১ হাজারের কাছাকাছি পৌঁছেছে সেনসেক্স। নিফটি বেড়েছে প্রায় সাড়ে ২৪ হাজার।
বুধবার, ৪ ডিসেম্বর বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) শেয়ার দাঁড়িয়ে রয়েছে ৮০,৯৫৬.৩৩ পয়েন্টে। অর্থাৎ, ১১০.৫৮ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। এতে ০.১৪ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এদিন সকালে ৮১,০৩৬.২২ পয়েন্টে খুলেছিল বিএসই। সেনসেক্সের সূচক দিনের মধ্যে সর্বোচ্চ উঠেছে ৮১,২৪৫.৩৯ পয়েন্ট।
এদিন দিনশেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক থেমেছে ২৪,৪৬৭.৪৫ পয়েন্টে। অর্থাৎ, ১০.৩০ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছে নিফটির লেখচিত্র। শতাংশের নিরিখে সেটি ০.০৪২ শতাংশ। বাজার খোলার সময়ে নিফটি দাঁড়িয়েছিল ২৪,৪৮৮.৭৫ পয়েন্টে। দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৫৭৩.২০ পয়েন্টে ওঠে এই সূচক।
এ দিন ২ হাজার ৩০৭টি স্টকের দর বৃদ্ধি পেয়েছে। দাম কমেছে ১ হাজার ৫০৭টি শেয়ারের। আর অপরিবর্তিত রয়েছে ৯৫টি স্টক। নিফটিতে সর্বাধিক লাভবান হয়েছেন এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি লাইফ, অ্যাপোলো হাসপাতাল, এনটিপিসি এবং বজাজ ফিন্যান্সের লগ্নিকারীরা। অন্য দিকে ভারতী এয়ারটেল, সিপলা, বজ়াজ অটো, টাটা মোটরস এবং আদানি পোর্টসের স্টকে বিনিয়োগকারীদের সর্বাধিক লোকসানের মুখে পড়তে হয়েছে।