BRAKING NEWS

আহত বাংলাদেশী নাগরিক উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ৪ ডিসেম্বর: বিলোনিয়া মুহুরীঘাট চেকপোষ্ট সংলগ্ন এলাকায় আহত অবস্থায় এক বাংলাদেশীকে উদ্ধার করল বিলোনিয়া থানার পুলিশ। তাকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এবিষয়ে আহত ব্যক্তি জানিয়েছেন, আজ সকালে বিলোনিয়া চেকপোষ্ট সংলগ্ন কাঁটাতার ডিঙ্গিয়ে সে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে চোরাইপথে বিলোনিয়ায় প্রবেশ করে। সে প্রতিনিয়ত চোরাইপথে পেঁয়াজ ও রসুনের ব্যাবসা করে। এরই মধ্যে আজ বাংলাদেশ থেকে সে আহত অবস্থায় চোরাইপথে বিলোনিয়া প্রবেশ করে। কিন্তু কিভাবে সে আহত হয়েছে এখনো জানা যায় নি। ওই ঘটনায় তদন্তে নেমেছে বিলোনিয়া থানার পুলিশ। আহত বাংলাদেশি বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

প্রসঙ্গত, বিলোনিয়া সীমান্ত দিয়ে প্রতিনিয়ত এইধরনের চোরাইকারবারীরা প্রবেশ করছে। ফলে, পুলিশ, বিএসএফ ও চেকপোষ্টে কর্মরত কাস্টম অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *