নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী। সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, তাঁদের বাড়ি ভাঙচুর প্রসঙ্গে হেমা মালিনী বলেছেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বুধবার সংসদ ভবন চত্বরে বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে হেমা মালিনী বলেছেন, “পরিস্থিতি খারাপ ও উদ্বেগজনক, আমি আমাদের সরকারকে ব্যবস্থা নিতে এবং আমাদের ইস্কন ভক্তদের, আমাদের হিন্দু ভাইদের নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ করেছি। এটা বিদেশনীতির বিষয় নয়, এটা আমাদের অনুভূতির বিষয়, এটা কৃষ্ণভক্তদের বিষয়।”