আগরতলা, ৩ ডিসেম্বর : পুরানো রাজভবনে পাঁচতারা হোটেল নির্মাণের প্রতিবাদে আগামী ৫ ডিসেম্বর ডেপুটেশন দেওয়ার কর্মসূচি আপতত বাতিল করেছে ওয়াইটিএফ। কিন্তু আগামীকাল মহিলা সংগঠনের পক্ষ থেকে শহরে মিছিল করে পর্যটন দপ্তরে ডেপুটেশন প্রদান করা হবে। আজ সাংবাদিক সম্মেলনে একথা বলেন সংগঠনের নেতৃত্বরা।
এদিন সংগঠনের এক কর্মী বলেন, পুরানো রাজভবনে পাঁচতারা হোটেল নির্মাণের প্রতিবাদে আগামী ৫ ডিসেম্বর ওয়াইটিএফের তরফ থেকে ডেপুটেশন কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আপতত ওই কর্মসূচি বাতিল করা হয়েছে। কারণ, তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ রাজ্যে নেই। তিনি কাজের সূত্রে বহি:রাজ্যে গিয়েছেন। তাই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।
এদিন তিনি আরও বলেন, আগামীকাল তিপরা ওমেন ফেডারেশনের তরফ থেকে পুরোনো রাজভবনে পাঁচতারা হোটেল নির্মাণের প্রতিবাদে আস্তাবল ময়দান থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।