আগরতলা, ৩ ডিসেম্বর : ৩রা ডিসেম্বর বিশ্ব দিব্যাঙ্গ দিবস। এই বিশেষ দিনকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে উদয়পুরের প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের সহযোগিতায় বিশ্ব দিব্যাঙ্গ দিবস পালিত হয়েছে।
গোমতী জেলার উদয়পুর মহকুমায় জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের সার্বিক সহযোগিতায় উদয়পুর টাউন হলে বিশ্ব দিব্যাঙ্গ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, গোমতী জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং, গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক বিনয় ভূষন দাশ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে প্রতিবন্ধীদের সহযোগিতা করা এবং সমাজে তাঁদের এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।