বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে ও চিন্ময় প্রভুকে মুক্তির দাবিতে শহরে সনাতনী যুবাদের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ ডিসেম্বর: বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে ও চিন্ময় প্রভুকে মুক্তির দাবিতে সনাতনী যুবার উদ্যোগে বাংলাদেশ চলো নামে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়েছে। এদিনের মিছিলটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হতেই পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। পাশাপাশি, সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা হচ্ছে। তাছাড়া, বেশকিছু দিন আগে চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি। এরই প্রতিবাদে গর্জে উঠেছে সনাতনীরা।

এদিন তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গোটা বিশ্ব আজ উদ্বিগ্ন রয়েছে। জোরপূর্বক সংখ্যালঘুদের ধর্মান্তরিত করা হচ্ছে। সভ্য সমাজে এধরণের বর্বরতাকে ভালো চোখে কেউ দেখছে না। তাঁর কথায়, অতিসত্বর চিন্ময় দাস প্রভুকে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা প্রদান করা হোক।