আগরতলা, ৩ ডিসেম্বর : পুর নিগম ও রাজ্য সরকার সমাজবিরোধীদের কোনো প্রকার চাপের মুখে মাথা নত করবে না। মঙ্গলবার লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডের নির্মাণাধীন দোকানগুলোর কাজ পরিদর্শনে এসে এই কথা বলেন মেয়র দীপক মজুমদার।
প্রসঙ্গত, কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার নির্দেশ অনুযায়ী লক্ষীনারায়ণ বাড়ির সামনে বেআইনি জায়গা দখল করে ব্যবসাকারীদের উচ্ছেদ করে দিয়েছিল পুরো নিগম। রাস্তা প্রশস্ত করার উদ্দেশ্যে উৎখাত করা হয়েছিল ওই অবৈধ ব্যবসায়ীদের।
পরবর্তীতে ওই রোডে রাস্তার পাশে সাতজন বৈধ লাইসেন্সধারীদের ব্যবসার সহযোগিতায় দোকান নির্মাণ করার উদ্যোগ নিয়েছে পুর নিগম। আজ ওই এলাকা পরিদর্শন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পরিদর্শনে মেয়রের সঙ্গে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, কোনো অবস্থাতেই সমাজবিরোধীদের সামনে পুর নিগম তথা রাজ্য সরকার মাথা নত করবে না। বৈধভাবে যারা ব্যবসা করছেন তাদের জন্য নিগমের পক্ষ থেকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান হবে। প্রকৃত ব্যবসায়ীরা পুর নিগমের সহযোগিতা পাবে। কিন্তু যারা নিগমের নিয়ম মেনে চলবে না এবং অবৈধভাবে সরকারি জমি ও রাস্তা দখল করে রাখবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।