আগরতলা, ৩ ডিসেম্বর: সর্বশিক্ষার মামলা নিয়ে সুপ্রিমকোর্টে এসএলপি করলো রাজ্য সরকার। আজ একথা জানালেন এসএসএ শিক্ষক বাস্তব দেববর্মা ও সজল দেব। তারা তাদের অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএসএ শিক্ষক বাস্তব দেববর্মা ও সজল দেব বলেন, সর্বশিক্ষা শিক্ষকদের
নিয়মিতকরণের সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। রাজ্য সরকার শিক্ষকদের সাথে প্রতারণা করেছে। কারণ, ২০১৮ সালে ত্রিপুরার বিজেপি সরকারকে ক্ষমতায় আনতে সর্বশিক্ষা শিক্ষকদের অবদান রয়েছে। তৎকালীন সময়ে বিজেপি সরকারের প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় আসলে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ করা হবে। কিন্তু এখনো পর্যন্ত নিয়মিতকরণ করে নি। সরকার তাদের সাথে প্রতারণা করেছে।

