বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বহারা এক পরিবার

আমবাসা, ৩ ডিসেম্বর : বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে গিয়ে পথে বসলো অসহায় পরিবার। স্থানীয় অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলেও, ইঞ্জিন এসে পৌঁছানোর পূর্বেই বাড়ির প্রায় সবকিছু পুড়ে যায়।

ঘটনার বিবরণে জানা গেছে, আমবাসার ভাওয়ালিয়া পাড়ায় হরিপদ শর্মার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির সবকিছুই পুড়ে গেছে। অগ্নি নির্বাপক দপ্তরের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে বাড়ির প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছিল।

এদিকে, কিভাবে আগুন লেগেছে তা এখনো বুঝা যায়নি। হরিপদ শর্মা জানান, তখন সকলে ঘরে ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে তাঁদের ঘুম ভাঙে।

তিনি বলেন, বাড়ির সকল আসবাব সহ জামাকাপড় পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরো বলেন, তাঁর পরিবারে মা, ছোট ভাই, ভাইয়ের স্ত্রী ও ছেলে রয়েছে। আগুনের লেলিহান শিখা দেখে ভাইয়ের স্ত্রী ও ছেলে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

হরিপদ শর্মা দিন মজুরের কাজ করে সংসার প্রতিপালন করে। এত বড় ক্ষতি সে কিভাবে পূরণ করতে পারবে সে কথা ভেবেই মাথায় হাত দিয়েছে ওই পরিবার।