আগরতলা, ৩ ডিসেম্বর: গাঁজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে যাত্রাপুর থানার পুলিশ। নেউড়ামুড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করে। এদিন প্রায় ৭৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে।
ওসি সুব্রত দেবনাথ জানান, ইন্সপেক্টর অরুপ দেববর্মা, সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা সহ অন্যান্য পুরুষ এবং মহিলা কনস্টেবল এ ছাড়া থানায় দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত রয়েছেন সর্বসাকুল্য ৫০ জনকে নিয়ে অভিযানে নেমেছেন। থানা এলাকার অন্তর্গত পূর্ব পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বুক চিরে যাওয়া পূর্বদিকে একেবারে কয়েক কিলোমিটার দূরত্বে সেই ন্যাউড়ামুড়া। ঘন জঙ্গল, শুধু টিলাভূমি, জনমানবাহিনী এলাকা। একেবারে মেলাঘর থানা সীমান্ত সংলগ্ন জায়গা। ওখানে প্রায় চার ঘন্টা অভিযান চালিয়ে সাতটি ধ্বংস করে দিয়েছেন।
তাঁর দাবি, ৭৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। চলতি মৌসুমে অন্যান্য বছরে তুলনায় সিপাহীজলার অন্তর্গত সোনামুড়া মহকুমার প্রতিটি থানা এলাকাতেই গাঁজা বাগানের বাড় বাড়ন্ত এবার।