পুত্র ও পুত্রবধূর হাতে আক্রান্ত পিতা-মাতা, নির্যাতনের অভিযোগ

বিশালগড়, ৩ ডিসেম্বর : পুত্র এবং পুত্রবধূর দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার অসহায় মা বাবা। মঙ্গলবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে পুত্র এবং পুত্রবধূর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেন ওই অসহায় পিতা-মাতা।

ঘটনাটি ঘটেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ১ নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা গেছে, ওই এলাকার রঞ্জন সরকারের বড় ছেলে হংস সরকার প্রায় ১০ বছর আগে রাজধানী আগরতলা শহরের যোগেন্দ্রনগর এলাকার পুরবী দাসকে ভালবেসে বিয়ে করেছিল। বিয়ের পর থেকেই হংস ও তার স্ত্রী বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়। কিন্তু আলাদা হয়েও পুত্র ও পুত্রবধূ বাবা রঞ্জন সরকার এবং মা দিপালী সরকারের উপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতো বলে জানিয়েছেন নির্যাতিত পিতা-মাতা।

দীর্ঘদিন ধরে সরকার দম্পতি পুত্র এবং পুত্রবধূর নির্যাতন সহ্য করে আসছিলেন। এরই মধ্যে সোমবার পুত্র ও পুত্রবধূ পিতা মাতার সাথে ঝগড়া বিবাদ শুরু করে দেয়। ওই ঝগড়া একসময় আক্রমণাত্মক হয়ে ওঠে।

মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমের সম্মুখে ওই অসহায় মা-বাবা পুত্র এবং পুত্রবধূর নির্যাতনের কথা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। রঞ্জন সরকার জানিয়েছেন, খুব কষ্ট করে হংস সরকারকে কোলে পিঠে করে বড় করেছেন তারা। কিন্তু আজ এভাবে তাদের নির্যাতনের শিকার হতে হবে, এমনটা কখনো ভাবতে পারেননি তারা।

পুত্র এবং পুত্রবধূর এহেন আচরণে গোটা কাঞ্চনমালা এলাকায় নিন্দার রব উঠেছে। এলাকাবাসীর মতে, মাতা পিতার প্রতি তাদের এই ধরনের ব্যবহার সমাজে নিন্দনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *