দুবাই, ৩ ডিসেম্বর (হি.স.) : এএফসি চ্যাম্পিয়ন্স লিগে হেরে গেল আল নাসর। চলতি মরসুমে পেল প্রথম হারলো তারা। সোমবার আল সাদের কাছে ২-১ গোলে হেরেছে আল নাসর।
রিয়াদের আল-আউয়াল পার্কে শুরু থেকেই আধিপত্য ছিল আল নাসরের। প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও দলই। গোল আসে দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে। গোল করে এগিয়ে যায় আল সাদের। স্ট্রাইকার আকরাম আফিফের গোলে পিছিয়ে পড়ে আল নাসর। ক্রিস্টো গঞ্জালেজের থেকে বল পেয়ে গোল করেন এই স্ট্রাইকার। ম্যাচ শেষের ১০ মিনিট আগে আল সাদের ডিফেন্ডার রোমান সাইসের আত্মঘাতী গোলে সমতায় রোনাল্ডোরা।
নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ১-১এ। অতিরিক্ত সময়ের নবম মিনিটে পেনাল্টি পায় আল সাদর। স্পট কিক থেকে গোল করেন অ্যাডাম ওউনাস। এই গোলে ২-১এ জয় নিয়ে মাঠ ছাড়ে আল সাদর।
৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে আল নাসর। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে চারে আছে আল সাদর।