নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলাটি শোনার কথা ছিল শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার ডিভিশন বেঞ্চের।
ওই বেঞ্চে পার্থবাবুর মামলার রিপোর্ট জমা পড়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী ইডি, সিবিআই এবং জেল হেফাজতে কতদিন ছিলেন, জানতে চায় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ। কিন্তু সেই সংক্রান্ত তথ্য দিতে দেরি করেন আইনজীবীরা।
সূত্রের খবর, তার পরিপ্রেক্ষিতেই বিচারপতি সূর্যকান্ত বলেন- ‘গতকাল রাতে এই রিপোর্টের খোঁজ আমরা করছিলাম। কিন্তু আপনারা রিপোর্ট জমা দেননি।’ বিচারপতিরা জানান, রিপোর্ট পড়ার জন্য কিছুটা সময় লাগবে তাঁদের। তাই সোমবার মামলাটির শুনানি সম্ভব নয়।
ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘ইউ ক্যান নট টেক কোর্ট ফর গ্র্যান্টেড, উই নিড টু কিপ সার্টেন ওয়ার্ক কালচার হিয়ার।’ অর্থাৎ কোর্টে যা ইচ্ছা করতে পারেন না। এখানে একটা ওয়ার্ক কালচার থাকা উচিত’।
নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থবাবু। শনিবার আদালতে ইডির আইনজীবী এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছেন। ইডির দাবিগুলির বিরোধিতা করে রিপোর্ট দিয়েছেন পার্থের আইনজীবীও। উভয়পক্ষের রিপোর্ট পড়ে দেখার জন্য সময় চান বিচারপতিরা।
ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রিপোর্টগুলি খতিয়ে দেখা হলে পার্থবাবুর মামলাটির শুনানি হবে। আগামী বুধবার অথবা বৃহস্পতিবার শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।