কলেজ ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে উচ্চশিক্ষা দপ্তরে ডেপুটেশন এনএসইউআই-র

আগরতলা, ২ ডিসেম্বর: কলেজের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান সহ কলেজগুলোতে অতিসত্ত্বর অধ্যাপক নিয়োগের দাবিতে সরব হয়েছে এনএসইউআই। আজ সংগঠনের তরফ থেকে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।

এদিন সংগঠনের এক নেতা বলেন, রাজ্যের কলেজগুলো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি, কলেজগুলোতে অধ্যাপকের স্বল্পতা রয়েছে। একপ্রকার গেস্ট লেকচার দিয়ে কলেজের পঠনপাঠন হচ্ছে।

এদিন তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যের স্কুলগুলো বন্ধ করে দেওয়া পরিকল্পনা করছে। দীর্ঘদিন ধরে স্কুলগুলি শিক্ষক স্বল্পতা ভুগছে। কিন্তু সমস্যা নিরসনের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করছে না সরকার। এরই প্রতিবাদে
উচ্চশিক্ষা দপ্তরে ডেপুটেশন এনএসইউআই-র।