এখন কেজরিওয়ালের কথায় কেউ বিশ্বাস করেন না, কটাক্ষ মনোজ তিওয়ারির

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনে একলা চলার বার্তা দিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রবিবার কেজরিওয়াল বলেন, দিল্লি বিধানসভা নির্বাচনে কোনও দলের সঙ্গে জোট করবে না এএপি। কেজরিওয়ালের এই মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। সোমবার কটাক্ষ করে মনোজ তিওয়ারি বলেছেন, এখন কেজরিওয়ালের কথায় কেউ বিশ্বাস করেন না।

এদিন সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ তিওয়ারি বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালের কথা এখন কেউ বিশ্বাস করেন না। তাঁরা (কংগ্রেস-এএপি) এখন আলোচনা করছে, একে অপরকে হুমকিও দেবে কিন্তু আলোচনাও করবে এবং চুক্তিও করবে। সত্য হল, কংগ্রেসের সঙ্গে জোট না করে, কেজরিওয়াল ঠিকমতো নির্বাচনেও লড়তে পারবেন না। আমরা তাঁদের পরাজিত করব।”