BRAKING NEWS

দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : রাজ্যপাল 

আগরতলা, ২ ডিসেম্বর: দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষা ছাড়া কোনও দেশের অগ্রগতি সম্ভব নয়। আজ ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরে কূলপতি কে এম মাল্টিপারপাস হলে আয়োজিত অল ইন্ডিয়া প্রিন্সিপাল কনফারেন্স অব ভবনস সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু একথা বলেন।

ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলার উপর গুরুত্ব আরোপ করে রাজ্যপাল এক্ষেত্রে দৃষ্টান্তমূলক ভূমিকা নেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশকে নানা দিক দিয়ে আরও সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে ২০২০ সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এই নীতি যথাযথভাবে রূপায়ণের জন্য বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। ভারতীয় বিদ্যাভবনের প্রতিটি ছাত্রছাত্রী যাতে শিক্ষা জগতে অন্যদের ছাপিয়ে যেতে পারে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিদ্যালয়গুলির অধ্যক্ষদের এগিয়ে আসতে হবে। 

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি ত্রিপুরার উপাচার্য যোগেশ প্রতাপ সিং, ভারতীয় বিদ্যাভবন আগরতলা কেন্দ্রের চেয়ারম্যান দেবাশিস চক্রবর্তী, শিক্ষা ভারতী মুম্বাই প্রধান কার্যালয়ের অধিকর্তা রাকেশ সাক্সেনা, শিক্ষা ভারতী মুম্বাই প্রধান কার্যালয়ের জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি জগদীশ লাখানি। স্বাগত বক্তব্য রাখেন ভবনস ত্রিপুরা বিদ্যালয়ের প্রিন্সিপাল স্বপ্না সোম। রাজভবন থেকে এ সংবাদ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *