নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর:
বাইক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে জুলাই বাড়ি এলাকায়। নতুন বাইক নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। মৃত যুবকের নাম পার্থজিত নমঃ(১৯), পিতা নারায়ণ নমঃ।
ঘটনার বিবরনে জানা গেছে, নতুন বাইক নিয়ে নিজ বাড়ি থেকে জুলাইবাড়ি বাজারে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয় এই যুবক। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জুলাই বাড়ি থেকে নিয়ে আসা হয় শান্তিরবাজার হাসপাতালে। কিন্তু সেখান থেকে আহত যুবকের রেফার করা হয় জিবি হাসপাতালে। এবং জিবি হাসপাতালে চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়তে জুলাই বাড়ি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।