নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর:
ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে রাজ্যভিত্তিক রেড রান কম্পিটিশন অনুষ্ঠিত হয় আগরতলা উমাকান্ত মাঠে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র ।
রবিবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে রাজ্যভিত্তিক রেড রান অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশে এবং রাজ্যে বিগত কয়েক বছর ধরে এইচআইভি এবং এইডসের প্রবণতা অনেকটাই কমেছে। ত্রিপুরায় এইচআইভি ৪৬ শতাংশ এবং এইডস ৭৬ শতাংশ সংক্রমণ কমেছে বলে জানিয়েছেন তিনি।
স্বাস্থ্য সচিব বলেন, রাজ্যে শিরাপথে নেশা গ্রহণের ফলে এইচআইভির প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সহ অন্যান্য সংস্থাগুলি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে এইচআইভি সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করে চলেছে। তাতে সাফল্য আসতে শুরু করেছে বলে উল্লেখ করেন স্বাস্থ্য সচিব।