তিনটি রাষ্ট্রায়ত্ত অয়েল কোম্পানি কর্তৃক ‘আমাদের রান্নাঘর, আমাদের দায়িত্ব’ বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১ ডিসেম্বর: 
ভারত সরকারের অধীনস্থ তিনটি রাষ্ট্রায়ত্ত অয়েল কোম্পানি কর্তৃক ‘আমাদের রান্নাঘর, আমাদের দায়িত্ব’ বিষয়ক দেশব্যাপী প্রতিটি জেলায় কার্যক্রমের অনুষঙ্গ হিসাবে উত্তর ত্রিপুরা জেলায়ও স্থানীয় দীনদয়াল উপাধ্যায় ভবনে, উত্তর ত্রিপুরা জেলার এল.পি.জি বিতরকদের দ্বারা একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল বিষয় ছিল গৃহীনীদের দ্বারা এল.পি.জি ব্যবহারে গ্রহনীয় নিরাপত্তা বিষয়ক অনুশীলনের কার্যাবলী প্রদর্শন। পাঁচজন গৃহীনী প্রতিযোগী হিসাবে এই অনুশীলন পরিদর্শনে অংশগ্রহণ করেন এবং সকলেই নিরাপত্তা বিষয়ক কার্যাবলী সঠিকভাবে প্রদর্শন করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এদিন তিনি নিজে নিরাপত্তা বিষয়ক পদক্ষেপগুলি সঠিকভাবে অনুসরণ করে ডিমের একটি পদ রান্না করে উপস্থিত সকলকে তাক লাগিয়ে দেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের কাউন্সিলর কমলাকান্ত চক্রবর্তী, সুপর্ণা চক্রবর্তী এবং টুলু কর্মকার। ইন্ডিয়ান অয়েলের পক্ষে উপস্থিত ছিলেন আধিকারিক নন্দলাল খুশহুয়া। প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণী এবং সবাই মিলে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *