নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): রবিবার সীমান্ত রক্ষী বাহিনী বা বর্ডার সিকিওরিটি ফোর্স (বিএসএফ)-এর প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, তাঁদের সাহস দেশের নিরাপত্তা এবং সুরক্ষায় অবদান রাখে।
প্রধানমন্ত্রী জানান, সীমান্ত রক্ষী বাহিনীকে তাঁদের প্রতিষ্ঠা দিবসে আন্তরিক শুভেচ্ছা। বিএসএফ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সীমায় দাঁড়িয়ে। তাঁরা সাহস, উত্সর্গ এবং ব্যতিক্রমী সেবার প্রতীক। তাঁদের সতর্কতা এবং সাহস আমাদের দেশের নিরাপত্তা ও সুরক্ষায় অবদান রাখে।
উল্লেখ্য, বিএসএফ বিশ্বের বৃহত্তম সীমান্ত রক্ষী বাহিনী। প্রতি বছর ১ ডিসেম্বরে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।

