BRAKING NEWS

রবিবারও ডিজিপি-আইজিপি সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

ভুবনেশ্বর, ১ ডিসেম্বর (হি.স.): ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ-এর সর্বভারতীয় সম্মেলনে রবিবারও অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ওড়িশার ভুবনেশ্বরে শুরু হওয়া তিনদিনব্যাপী সম্মেলনের শেষ দিন রবিবার। সম্মেলন শেষে প্রধানমন্ত্রী রবিবার দিল্লি ফিরে যাবেন।

উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা এবং পদস্থ পুলিশ আধিকারিক ও নিরাপত্তা প্রশাসকদের মধ্যে মতবিনিময়ের এক মঞ্চ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাতীয় নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, উগ্রপন্থা, উপকূলীয় নিরাপত্তা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্মেলনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *