BRAKING NEWS

বিশ্ব এইডস দিবসে সচেতনতামূলক প্রচারে উইমেন্স কলেজে এনএসএস ইউনিট

আগরতলা, ১ ডিসেম্বর : বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে উইমেন্স কলেজে এনএসএস ইউনিটের ছাত্রীরা আগরতলায় সচেতনতামূলক প্রচার চালায়। আগামীতে এই মারণব্যাধির সংক্রমণ রুখতে তাদের এই পদক্ষেপ।

প্রসঙ্গত, পয়লা ডিসেম্বর সারা বিশ্বে পালিত হয় বিশ্ব এইডস দিবস। এই মারণব্যাধির জন্য এইচআইভি নামক ভাইরাস দায়ী। এইচআইভি এমনই ভয়ংকর ভাইরাস যা মানুষের শরীরে অনুপ্রবেশ করার পর তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। তাই এই রোগ থেকে বাঁচতে সচেতনতা জরুরী।

সম্প্রতি রাজধানী আগরতলায় বেশ কিছু শিক্ষার্থীরা এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সচেতনতার অভাবেই মূলত এই রোগ ছড়িয়ে পড়ছে। তাই এইডস রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে উইমেন্স কলেজে এনএসএস ইউনিটের ছাত্রীর পথ চলতি সকলের মধ্যে লিফলেট বিলি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *