বাংলাদেশ পুলিশের হাতে এবার আটক সাংবাদিক মুন্নি সাহা

ঢাকা, ১ ডিসেম্বর (হি.স.) : এবার আটক করা হয়েছে সাংবাদিক মুন্নি সাহাকে। শনিবার রাত ১০টা নাগাদ রাজধানী ঢাকার কাওরান বাজার থেকে তেজগাঁও থানার পুলিশ ‘এক টাকার খবর’-এর সম্পাদক মুন্নিকে আটক করেছে। আটক করে তাঁকে হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। গোয়েন্দা পুলিশ তাঁকে নিয়ে যায় মিন্টো রোডে অবস্থিত ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)-এর কার্যালয়ে।

আটক হওয়ার সময় গণমাধ্যমকে মুন্নি সাহা বলেন, তিনি তাঁর অফিস থেকে বের হয়ে কারওয়ান বাজারে সবজি কিনছিলেন। এ সময় কতিপয় মানুষ তাঁকে দেখে হইচই শুরু করে। তারা তাঁকে ঘেরাও করে পুলিশে খবর দেয়। এর পর তেজগাঁও থানা থেকে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

এদিকে ঢাকা মেট্ৰোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, মুন্নি সাহার বিরুদ্ধে একাধিক মামলা নথিভুক্ত রয়েছে। তাঁকে আটক করা হয়েছে।

অন্যদিকে, এ খবর লেখা পর্যন্ত সাংবাদিক মুন্নিকে গ্রেফতার করা হয়েছে কি না তা সরকারিভাবে জানা না গেলেও বিশেষ এক সূত্রের খবর, মুন্নি সাহাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত গত ১৭ সেপ্টেম্বর ‘একাত্তর টিভি’র প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে ময়মনসিংহ থেকে এবং ‘ভোরের কাগজ’-এর সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে গ্রেফতার করা হয়েছে। গত ২১ আগস্ট ‘একাত্তর টেলিভিশন’-এর চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত বার্তাপ্রধান শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রূপাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল। আর ২৪ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল ‘স্বেচ্ছাসেবক লিগ’-এর কেন্দ্রীয় নেতা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ জামালকে। এছাড়া ১৬ নভেম্বর রাতে ‘দেশ টিভি’-র ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করেছে ডিএমপি পুলিশ।