(আপডেট) বাংলাদেশ থেকে অপহৃতা ভারতীয় মহিলা, সন্ধ্যায় উদ্ধার

সোনমুড়া, ১ ডিসেম্বর : বাংলাদেশে আত্মীয়ের বাড়ি থেকে ভারতে ফেরার পথে বিবির বাজার ইমিগ্রেশন অফিসের সামনে থেকে সোনামুড়া শুভাপুরের এক মহিলাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তুলেন ওই মহিলার স্বামী।অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে প্রশাসন। পরিবর্তিতে সিপাহীজলা জেলা প্রশাসনের হস্তখেপে রবিবার সন্ধ্যারাতেই ওই মহিলাকে উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।

ঘটনার বিবরনে জানা গেছে, সোনামুড়া থানাধীন শুভাপুর এলাকার সাদেক মিয়ার স্ত্রী ফাতেমা খাতুন পাসপোর্ট ও ভিসা সহ গত ২৭ নভেম্বর বাংলাদেশ কোঠবাড়ী রাইচর যান এক আত্মীয়ের বাড়িতে। ওই আত্মীয়ের বাড়ির সঙ্গে গতকাল রাতে ওই এলাকার কিছু লোকের ঝগড়া বিবাদ হয়েছিল। সে ঝগড়া বিবাদ থেকে এক সময় সেই বাড়িতে আক্রমণ করা হয়েছে বলেও জানান সাদেক মিয়া। এ অবস্থা দেখে ফাতেমা খাতুন আজ সকালে ভারতে আসার জন্য চেকপোস্টে যান। কিন্তু বাংলাদেশে বিবির বাজার চেকপোস্টের ভিতর থেকে কিছু দুষ্কৃতীরা ওই মহিলাকে ছিনতাই ও অপহরণ করে বলে জানান সাদেক মিয়া।

অপহৃত মহিলা স্বামীকে বরাবরই প্রতি মুহুর্তের খবর জানিয়েছিল। ওই দুষ্কৃতীদের নেতৃত্বে ছিল বাংলাদেশের সাহাপুরের রাসেল মিয়া, সাইদুল ইসলাম, সুমন মিয়া। এই ঘটনার খবর পেয়ে ফাতেমা খাতুন এর স্বামী সাদেক মিয়া ও তাদের ছেলে পারভেজ এর সাথে সোনামুড়া থানায় বাংলাদেশের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করে।

সাদেক মিয়া জানিয়েছেন, ওই ঘটনার পর থেকে তিনি স্ত্রীর সাথে ফোন কোনো যোগাযোগ করতে পারছেন না। পুলিশের কাছে তিনি যেকোনো ভাবে তাঁর স্ত্রীকে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।

এদিকে, বৈধভাবে বাংলাদেশে গিয়েও ভারতের নাগরিকদের ছিনতাই ও অপহরণের ঘটনাকে কেন্দ্র করে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে প্রশ্ন জাগছে। ওই সময় বাংলাদেশের বিজিবি, কাস্টম, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকার পরেও দুষ্কৃতিকারিরা মহিলাকে ছিনতাই করে অপহরণ করেছে। বাংলাদেশের প্রশাসন কোন ভূমিকা গ্রহণ করে নাই। সেক্ষেত্রে পাসপোর্ট ভিসা লাগিয়ে ভারতের নাগরিক বাংলাদেশের গেলে কোন নিরাপত্তা নেই বলেই কৌতূহল সৃষ্টি হয়েছে।