লন্ডন, ১ ডিসেম্বর (হি.স.): লন্ডন স্টেডিয়ামে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ৫-২ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে গোলের মালা পরিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো আর্সেনাল।
গতবারের রানার্স-আপদের পাঁচ গোলদাতা হলেন গাব্রিয়েল মাগালিয়াইস, লেয়ান্দ্রো ত্রোসার, মার্টিন ওডেগোর, কাই হাভার্টজ ও বুকায়ো সাকা।
ম্যাচের বেশিরভাগ সময় বল পজেশনে রাখার পাশাপাশি আক্রমণেও একচেটিয়া আধিপত্য করেছে আর্সেনাল। প্রথমার্ধে গোলের জন্য ১০টি শটের ছয়টি লক্ষ্যে রেখে পাঁচটিতেই সফল হয় তারা। ওয়েস্ট হ্যাম লক্ষ্যে তিন শট নিয়ে দুটি পাঠায় জালে।
১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। সমান ২৩ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে ব্রাইটন ও ম্যানচেস্টার সিটি। সিটি অবশ্য একটি ম্যাচ কম খেলে।

