বার্সিলোনা, ১ ডিসেম্বর (হি.স.): শনিবার
ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে লাস পালমাসের কাছে স্প্যানিশ লিগ লিডার বার্সিলোনা ২-১ গোলে হেরে গেল। এই মরসুমে প্রথমবারের মতো ঘরের মাঠে হেরে গেল তারা।
বার্সেলোনার নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে প্রথম তিন মাসে দুর্দান্ত পারফরম্যান্স করেছে তারা। ঘরোয়া প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ এবং চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে জয়লাভ করেছে। মোট আটটি হোম ম্যাচ জিতেছে।
প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে বার্সেলোনার প্রাক্তন ফরোয়ার্ড সান্দ্রো রামিরেসের গোলে এগিয়ে যায় পালমাস।
৬১ মিনিটে অধিনায়ক রাফিনিয়ার দারুণ গোলে সমতায় ফেরে বার্সিলোনা। গোলের একটু পরই জয়সূচক গোলটি করেন ফাবিও সিলভা।
১৯৭১ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম ঘরের মাঠে লিগ ম্যাচে পালমাসের বিপক্ষে হারল বার্সেলোনা।
তবে এই হার সত্ত্বেও, হ্যান্সি ফ্লিকের দল ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। দুটি কম ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদ ৩০ পয়েন্ট নিয়ে পিছিয়ে রয়েছে।
এই ম্যাচে বার্সেলোনার লামিন ইয়ামাল ডান গোড়ালির ইনজুরি থেকে ফিরে আসেন যা হাফটাইমে বদলি হিসাবে নামেন।