আগরতলা, ১ ডিসেম্বর : রবিবার সুকান্ত একাডেমিতে ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কেমিস্ট এন্ড ডিস্ট্রিবিউটর ফেডারেশনের চেয়ারম্যান নরেন্দ্র জৈন, অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সভাপতি সুদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ সহ অন্যান্যরা।
অল ইন্ডিয়া কেমিস্ট্র এন্ড ডিস্ট্রিবিউটার ফেডারেশনে অধিভুক্তি পাওয়ার পর আজ প্রথমবারের মতো বাদুরতলী ল্যান্ডের ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রবিবার আগরতলার সুকান্ত একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
উপস্থিত সকলেই সংস্থার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি আগামীদিনে সংস্থার কাজ কিভাবে আরো ভালো করা যায় সেই বিষয়েও আলোচনা করা হয়।

