কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.): বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করলো বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন সংসদ। হেফাজতে থাকা অবস্থায় তারা চিন্ময় প্রভুর জীবনহানির আশঙ্কাও প্রকাশ করেছেন। তাদের তরফে জোরালোভাবে চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানানো হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিবৃতিতে বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন সংসদের তরফে মূলত তিনটি দাবি তুলে ধরা হয়। বলা হয়: চিন্ময় প্রভু-সহ সব রাজবন্দীদের মুক্তি দিতে হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে এবং স্বাধীনভাবে ধর্মাচরণ এর নিশ্চয়তা দিতে হবে। এছাড়া এখনও পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের সম্পত্তির যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি দোষীদের বিচারের দাবিও জানানো হয়। এছাড়াও মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার ফেরত নেওয়ার দাবিও জানানো হয় এই সংঘঠনের তরফে।
উল্লেখ্য, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের হিন্দু অধিকার সংরক্ষণ আন্দোলনের পরিচিত মুখ। চিন্ময় প্রভু নামেই তিনি অধিক পরিচিত। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা এবং বৈষম্যের বিরুদ্ধে তিনি বরাবর সোচ্চার। গত কয়েকদিনে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে একাধিক সমাবেশের নেতৃত্ব দেন। তিনি দাবি করেন যে, সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া ‘নিপীড়নের’ বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশগুলি অনুষ্ঠিত হয়েছিল। তবে তাঁর কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে। বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের সোমবার ঢাকা বিমানবন্দর থেকে সেদেশের পুলিশ চিন্ময় প্রভুকে গ্রেফতার করার পর থেকেই হিন্দুরা ক্ষোভ জানিয়েছেন ওদেশে। একটাই দাবি, নিঃশর্তে মুক্তি দিতে হবে সনাতন হিন্দু প্রতিনিধি চিন্ময় প্রভুকে। এই গ্রেফতারি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক মহলেও আলোড়ন সৃষ্টি করেছে। ওদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের দাবি, তাঁর গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিলো “বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন সংসদ”–ও।