মধুপুর থানা পুলিশের হাতে আটক পশু বোঝাই গাড়ি সহ চালক

আগরতলা, ২৪ নভেম্বর : গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানা পুলিশের জালে গবাদি পশু বোঝাই গাড়ি সহ চালক। গাড়িতে থাকা দুই যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে পুরাথল রাজনগর এলাকার গভীর জঙ্গল থেকে একটি বোলেরো গাড়ি নয়টি গবাদি পশু নিয়ে যাচ্ছিল। গাড়িটি আটক করে গাড়ির চালক এবং সহকারীকে গ্রেফতার করা হয়েছে।

আটক ২ যুবকের নাম আশাফুল ইসলাম এবং সজীব মিয়া। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা হাতে নেওয়া হয়েছে বলে জানান মধুপুর থানা পুলিশ আধিকারিক। আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে।