আগরতলা, ২৪ নভেম্বর : রবিবার উমাকান্ত স্কুল অডিটরিয়ামে ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের চতুর্থ ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কর্মকর্তা ছাড়াও এর সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠান শেষে সংগঠনের কর্মকর্তারা সরকারের উদ্দেশ্যে বিভিন্ন দাবি সংবাদ প্রতিনিধিদের সম্মুখে তুলে ধরেন।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। সাংবাদিকদর সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন , ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অনেকবার তাদের বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও তারা ব্যর্থ হয়।
প্রসঙ্গত, গত সাত বছরে রাজ্যের কোন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পায়নি অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন। সংগঠনের চতুর্দশ ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলনে অংশ নিয়ে এই বিষয়ে জানতে পারেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে, অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন এর কর্মকর্তাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব দেখা করে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার উদ্যোগ গ্রহণ করার জন্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীর নিকট অনুরোধ জানালেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন।