নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৪ নভেম্বর:
রবিবার কমলপুরের মরাছড়া কমিউনিটি হলে এই প্রথম তিপ্রা মথা দলের অনুমোদিত তিপ্রা সিটিজেন ফেডারেশনের একদিনের সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে নতুন কমিটি গঠন করা হয়।
সন্মেলনের প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন তিপ্রা সিটিজেন ফেডারেশনের রাজ্যের সভাপতি রঞ্জন সিনহা।
সন্মেলনে উপস্থিত ছিলেন, তিপ্রা মথা সিটিজেন ফেডারেশনের মাইনরিটি সেলের চেয়ারম্যান সাহ আলম, দলের রাজ্য নেতা তাপস দে,তিপ্রা মথার মহিলা সংগঠনের সভা নেত্রী মনিহার দেববর্মা, তিপ্রা মথার মহিলা সংগঠনের ধলাই জেলার সভানেত্রী মেরী দেববর্মা, কমলপুর তিপ্রা মথা ব্লক সভাপতি তপন দেববর্মা প্রমুখ। সন্মেলনে সভাপতিত্ব করেন তিপ্রা সিটিজেন ফেডারেশনের সভাপতি বিশ্বজিৎ মজুমদার।
সন্মেলনের উদ্বোধক তিপ্রা সিটিজেন ফেডারেশনের রাজ্যের সভাপতি রঞ্জন সিনহা বলেন, রাজনৈতিক দল গুলি শাখা সংগঠন ছাড়া শক্তিশালী হয় না। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের নেতৃত্বে তিপ্রা মথা দল গঠন হওয়ার পর থেকে দলকে আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন শাখা সংগঠন করা হয়েছে। এরমধ্যে তিপ্রা সিটিজেন ফেডারেশন গঠন করা হয়েছে। এই সংগঠনের প্রথম সন্মেলন অনুষ্ঠিত হয় মরাছড়া কমিউনিটি হলে।
তিপ্রা মথা দল শাখা সংগঠনের মাধ্যমে এখন অনেক শক্তিশালী হয়েছে। তাছাড়া, সন্মেলনে বক্তব্য রাখেন তিপ্রা মথার মহিলা সংগঠনের রাজ্যের সভানেত্রী মনিহার দেববর্মা। সন্মেলনের শেষে তিপ্রা সিটিজেন ফেডারেশনের ২৫ জনের কমলপুর মহকুমা কমিটি গঠন করা হয়।