নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যের ৪৮টি বিধানসভা আসনে শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগণনা। পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্র হল কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, বাঁকুড়ার তালড্যাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর। সকাল ৮ টা থেকে গণনা শুরু হয়েছে। গণনাকেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী-সহ ত্রিস্তরীয় ব্যবস্থা রেখেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটগণনার প্রাথমিক প্রবণতা অনুসারে, নৈহাটিতে এগিয়ে রয়েছে তৃণমূল। হাড়োয়া বিধানসভা কেন্দ্রেও এগিয়ে রয়েছে তৃণমূল। হাড়োয়াতে প্রথম রাউন্ড গণনা শেষে প্রায় সাত হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম।
এছাড়াও উত্তর প্রদেশের ৯টি বিধানসভা আসন, রাজস্থানের ৭টি আসন, অসমের পাঁচটি আসন, বিহার ও পঞ্জাবের চারটি করে আসন, কর্ণাটকের তিনটি আসন, কেরল, মধ্যপ্রদেশ এবং সিকিমের দু’টি করে আসনের জন্য উপ-নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। আবার ছত্তিশগড়, গুজরাট, মেঘালয় এবং উত্তরাখণ্ডের একটি করে আসনে বিধানসভা উপ-নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে শনিবার সকাল থেকে। এদিনই দু’টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনাও শুরু হয়েছে। মহারাষ্ট্রের নান্দেড় লোকসভার পাশাপাশি সেই তালিকায় রয়েছে কেরলের ওয়ানাড। যেখানে কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।