পুলিশী নিরাপত্তা মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে নতুন কমিটি গঠিত

আগরতলা, ২২ নভেম্বর: দুই বছর পর পুলিশী কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে নতুন কমিটি গঠন করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শুক্রবার এক সাক্ষাৎকারে নবনির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে আগামী দিন গঠনমূলক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় ।

শুক্রবার পুলিশী কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে প্রায় দুই বছর পর বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে নতুন কমিটি গঠন করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বিগত দুই বছর এই কলেজে ছাত্রদের কোন সরকার ছিল না। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শুভ্রজিৎ মোদক এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মৌসুমী সাহা।

নির্বাচন শেষে এক সাক্ষাৎকারে নব প্রতিনিধিের পক্ষ থেকে গঠনমূলক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। সেই সাথে বিশালগড় কলেজে ঘটে যাওয়া অপ্রত্যাশিত কান্ডের নিন্দা জানানো হয়।