রানাঘাট, ২২ নভেম্বর(হি.স.):যেখানে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল চিকিৎসা এবং চিকিৎসকদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগে জর্জরিত, সেখানে রানাঘাট মহকুমা হাসপাতালের এক শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, ডাঃ মইদুল, রোগী ও তাদের পরিবারের জন্য তৈরি করেছেন অনন্য দৃষ্টান্ত। তিনি শুধু শিশুরোগীদের চিকিৎসাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেন না, বরং তাদের পরিবারের প্রয়োজনে পাশে দাঁড়ান এবং নানা বিষয়ে সাহায্য করেন।
ডাঃ মইদুলের এই মানবিক দৃষ্টিভঙ্গি এবং আন্তরিকতার জন্য রোগীদের পরিবার তাকে তাদের পরিবারের সদস্যের মতোই সম্মান করেন। তার সেবা এবং রোগীর সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে তোলার জন্য রোগীদের আত্মীয়রা বৃহস্পতিবার তাকে সংবর্ধনা জানান।
হাসপাতালের সুপার প্রলহাদ অধিকারী বলেন, ডাঃ মইদুলের এমন মানবিক ভূমিকা শুধু রোগীর পরিবারকেই নয়, পুরো হাসপাতাল কর্তৃপক্ষকেও গর্বিত করে। তিনি আরও জানান, ডাঃ মইদুলের কর্মকাণ্ড হাসপাতালে চিকিৎসকদের পেশাদারি ও মানবিক দৃষ্টিভঙ্গির এক দৃষ্টান্ত স্থাপন করেছে।
ডাঃ মইদুল এই সম্মান পেয়ে অত্যন্ত খুশি এবং তার মতে, রোগীর স্বার্থে মানবিকতা ও চিকিৎসা একসঙ্গে এগিয়ে চলা উচিত। এই মানবিক উদাহরণ রানাঘাট মহকুমা হাসপাতালকে রাজ্যের অন্যান্য হাসপাতালের কাছে অনুপ্রেরণার কেন্দ্র করে তুলেছে।