আগরতলা, ২২ নভেম্বর: সীমান্তে কড়া নিরাপত্তার পরও অবৈধভাবে বাংলাদেশিরা রাজ্যে প্রবেশ করে নিচ্ছে। আবারো ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে জিআরপি। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।
ত্রিপুরার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ করছে বাংলাদেশী অনুপ্রবেশকারী। আজ সাত সকালে বিএসএফ এবং জিআরপি পুলিশের হাতে আটক ১২ জন বাংলাদেশি নাগরিক। যারা সকলেই বাংলাদেশের উত্তর জালিয়াপাড়া কক্সবাজার এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, পুলিশের কাছে খবর আসে গোমতী জেলার করবুক অথবা শিলাছড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে তেলিয়ামুড়া রেলস্টেশনে কয়েকজন বাংলাদেশী নাগরিক দালালের সাহায্যে আসবেন। তারপর তারা তেলিয়ামুড়া রেল স্টেশনে পৌঁছে রেলে টিকিট কেটে ডেমো রেলে পার্শ্ববর্তী রাজ্য আসামে পাড়ি দেওয়া হবে। ওই সময়ই জিআরপি এবং বিএসএফ তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হায়দ্রাবাদ উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল।
ধৃতরা হলেন, মোহাম্মদ সিদ্দিক (৬০), মনোরা বেগম (৫০), আব্দুল আজিজ উল্লাহ্(২২), আজিজুল হক (২৫); ওবায়দুল উল্লাহ্(১৯), জামিলা খাতুন (৫); খুনশুন(১৮); কূহিনুর আক্তার (২২); সাগরিকা ইয়াসমিন (২০); সাতারাই ইয়াসমিন (৬ মাস); নুরু সিদ্দিক (৫); মোহান্তি ইয়াসমিন(২)।
তবে দিনদিন যেভাবে ত্রিপুরার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের হাত ধরে মোটা অংকের বিনিময়ে বাংলাদেশী নাগরিকরা প্রবেশ করছেন।