আগরতলা, ২১ নভেম্বর : সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে সংগঠনের রাষ্ট্রীয় সম্পাদক প্রণব সরকার আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এক চিঠি পাঠিয়েছেন। তাতে, তিনি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। আজ তাঁদের মৃত্যুবার্ষিকীতে রবীন্দ্র ভবনের সামনে সাংবাদিকদের স্মরণ করেন এবং বিচারের দাবিতে সোচ্চার হয়েছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন।
ওই চিঠিতে প্রণব বাবু অভিযোগ করেছেন, ২০১৭ সালে রাজ্যের দুইজন সাংবাদিককে হত্যা করা হলেও দোষীরা আজও সাজা পায়নি। সুদীপ দত্ত ভৌমিকের হত্যার সাথে জড়িতদের জামিনও হয়ে গেছে। অন্যদিকে সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার তদন্ত প্রক্রিয়া কার্যত শুরুই হয়নি। সিবিআই এর হাতে তদন্তভার গেলেও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তুষ্ট ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন।
আজ সন্ধ্যায় রবীন্দ্র ভবন প্রাঙ্গনে সুদীপ দত্ত ভৌমিকের প্রতিকৃতিকে সামনে রেখে স্মরণসভার আয়োজন করা হয়েছে। আয়োজিত স্মরণসভায় উপস্থিত ছিলেন ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের(আইজেইউ) রাষ্ট্রীয় সম্পাদক প্রণব সরকার, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, শানিত দেবরায়, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি জেনারেল অলক ঘোষ, কার্যকরী কমিটি সকল সদস্য এবং সিনিয়র সাংবাদিক অরুণনাথ প্রমূখ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইজেইউ’র রাষ্ট্রীয় সম্পাদক প্রণব সরকার বলেন, দুই সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিক হত্যার পর রাজ্যের সাংবাদিকদের এক প্রতিনিধি দল তৎকালীন দেশের রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে স্মারক লিপি প্রদান করেছিলেন। পরবর্তী সময়ে সিবিআই-এর কাছে তদন্ত ভার গেলেও তদন্তের কোনও অগ্রগতি হয়নি।
তিনি আরও বলেন, দুইজন সাংবাদিক হত্যার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবিতে আবারো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।