BRAKING NEWS

আবার শুরু হচ্ছে দেড় মাসব্যাপী “খেলো ধর্মনগর” প্রতিযোগিতা

আগরতলা, ২১ নভেম্বর :  আজ ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে “খেলো ধর্মনগর” প্রতিযোগিতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনের মাঠে আবারও এই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।

ধর্মনগর পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ধর্মনগর বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, এক্সিকিউটিভ অফিসার তথা ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ, ডেপুটি এক্সিকিউটিভ অফিসার অমর চান বিশ্বাস, পৌর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস (সেন)সহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। এছাড়াও, উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ক্লাব ও সংগঠনের কর্মকর্তারা।

২০২৩ সালে প্রথমবারের মতো আয়োজিত “খেলো ধর্মনগর” প্রতিযোগিতা উত্তর ত্রিপুরা সহ গোটা রাজ্যে বিপুল সাড়া ফেলেছিল। এবছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনের মাঠে আবারও এই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতার পুরস্কারের সমস্ত খরচ বিধায়ক তহবিল থেকে বহন করা হবে।

প্রতিযোগিতায় এবার ছয়টি নতুন ইভেন্ট যুক্ত করা হয়েছে। দাবা প্রতিযোগিতায় গোটা ত্রিপুরা থেকে প্রতিযোগীরা অংশ নিতে পারবেন, তবে তাদের নিজস্ব খরচ বহন করতে হবে। শিশুদের জন্য ৫-৭ বছর এবং ৮-১২ বছর বয়সের বিভিন্ন আনন্দময় খেলার আয়োজনও যুক্ত করা হয়েছে।

বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেন, “নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ। আমি চাই, যুবসমাজ নেশার কবল থেকে মুক্তি পাক। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নেশার বিরুদ্ধে কাজ করতে হবে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করতে হবে।”

ধর্মনগরের এই প্রতিযোগিতা শুধু ক্রীড়ার প্রতি উৎসাহ সৃষ্টি করবে না, বরং তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *