পুলিশের গোপন অভিযানে ২৪ হাজার গাঁজা গাছ ধ্বংস

বিশালগড়, ২০ নভেম্বর : গাঁজা বাগান ধ্বংসে বিশেষ অভিযান চালায় বিশালগড় থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশালগড় থানার অন্তর্গত নেহালচন্দ্রনগর, ধনছড়ি, লেম্বুতলী, হাজারী চৌমুহনি এলাকায় সাতখানা প্লটে অভিযান চালিয়ে সরকারি ভূমিতে গড়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করে দেয়।

অভিযান চালিয়ে ২৪ হাজার গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ টিএসআর জোওয়ান এসপিও, পুলিশ।  এদিনে গাঁজা বাগান ধ্বংস অভিযান নিয়ে বিস্তারিত জানান বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন।